বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮। সোমবার রাতে তাদের আটক করা হয়।
এরা হলেন- পূর্ব বার্থী এলাকার মো. রব সরদারের ছেলে মো. লিমন সরদার (২৩) এবং একই এলাকার মৃত হাকিম আলী মৃধার মেয়ে মোসাম্মত হাজেরা বেগম (৪৫)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের গৌরনদী থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ