জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দ্বিতীয় দিনের মতো নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজের তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
এর আগে গত ১৪ ডিসেম্বর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ডের দ্বিতীয় দিন।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৪ আগস্ট শামিমা নূর পাপিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ। মামলায় পাপিয়ার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা