প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ করছে স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা।
আজ সকাল সাড়ে ১০ টায় মহাখালি স্বাস্থ্য অধিদফতরের সামনে এই বিক্ষোভ করেন তারা। এতে ঢাকার বাইর থেকে কয়েকশ স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্ট অংশ নেন। এর আগে গতকাল বুধবারও অধিদফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা।
উপস্থিত স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে শামীম শাহ জানান নামে একজন, দেশে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পরার জনবল সংকটে হিমশিম খেতে হয় স্বাস্থখাতকে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা মৃত্যুভয় উপেক্ষা করে করোনা যুদ্ধে অংশগ্রহণ করি। কিন্তু প্রধানমন্ত্রীর সংসদে ঘোষণা দেবার পরও স্বাস্থ্য অধিদফতর আমাদের মূল্যায়ন করছে না। অবিলম্বে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে নিয়োগ দেওয়ার দাবি জানান শামীম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন