আবারও বাংলাদেশ বার কাউন্সিলের পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে। স্থগিত এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে। তবে চার কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। এগুলো হলো আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ। অপরদিকে পাঁচটি কেন্দ্রের পরীক্ষায় বিশৃঙ্খলা সংঘটিত হওয়ায় বাতিল করা হয়েছে। এগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।
এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের যত দ্রুত সম্ভব পরীক্ষা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত