রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধনের সময় একথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, সড়কে যে কোনও ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথম সাড়া দেয় (ফাস্ট রেসপন্ডেন্ট) ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তারা। অথচ তাদের নিজেদের প্রাকৃতিক দুর্যোগসহ ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো কোনও জায়গা থাকে না। বিভিন্ন দিক বিবেচনায় সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানসমূহে এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা যেতে পারে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তারসহ (ডিবি) ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল