রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় ৬ হাজার ৫২৬ পিস ইয়াবা, ১৪২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৭৮ গ্রাম গাঁজা, ১ লিটার মদ ও ৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম