সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গণতন্ত্রের বিজয় দিবসের উদযাপন করেছে কৃষক লীগ। বুধবার সকালে শোভাযাত্রাটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় বঙ্গবন্ধু এভিনিউ এসে সমাপ্ত হয়।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি গণতন্ত্রের বিজয় দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন।
এ সময় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলম, হোসনে আরা বেগম এমপি, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, মো. রেজাউল করিম হিরু, আলহাজ্ব মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার এমপি, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এড. গাজী জসিম উদ্দিন, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল বাহার রানা, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য লায়ন মো. আহসান হাবিব, আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী, এড. শামীমা সুলতানা, ডা. মজিবুর রহমান মিয়াজী, এফতেখার হোসেন দুলু, এড. উম্মে হাবিবা, মিরুল ইসলাম, কৃষিবিদ তারিফ আনাম, কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, মো. রাশেদ খান, নুরুল ইসলাম বাদশা, রাশিদা চৌধুরী, কামরুল ইসলাম লিটু, মোশারফ হোসেন আলমগীর, সামিউল বাসির সামি, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালম বাবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হালিম খান, আলহাজ্ব মো. জাকিউদ্দিন রিন্টু, মো. আমজাদ হোসেন, মহসিন করিম, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন