ফের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বরাবর ভারতের দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এই চিঠি পৌঁছে দেন।
আজকের চিঠিতে বলা হয়, ‘২৪ ডিসেম্বর ২০২০ তারিখের সংযুক্ত পত্রের পরিপ্রেক্ষিতে আমরা এখনো কোনো সাড়া পাইনি। দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য হাতে বোনা দুই হাজার কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদের একটি তারিখ দিয়ে বাধিত করবেন। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি।’
উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর গণস্বাস্থ্য কেন্দ্র দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দিয়েছিল। সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় আজ আবার চিঠি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক