রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকা ধর্ষণ ও হত্যা মামলায় ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার সন্ধ্যায় এ আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম)।
এর আগে শুক্রবার এ ঘটনার একমাত্র আসামি দিহানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তুললে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি।
বিডি প্রতিদিন/আরাফাত