বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বরিশাল ছাত্রদলের উদ্যোগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আগরপুর রোডের প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মো. সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খা, তুহিন হাওলাদার, বাবুল কাজী ও সজল কাজী সহ অন্যান্যরা।
সমাবেশ শেষে একই দাবীতে ছাত্রদলের নেতাকর্মীরা ফের একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে তাদের আটকে দেয় পুলিশ। ছাত্রদলের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে সদর রোডের অশ্বিনী কুমার হল সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        