২৩ জানুয়ারি, ২০২১ ১৬:৫৭

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সিরাজুল আলম খান

অনলাইন ডেস্ক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সিরাজুল আলম খান

ফাইল ছবি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান। আজ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

তিনি গত ১৩ জানুয়ারি শারীরিক সমস্যা দেখা দিলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরী বিভাগে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে তার ইন্টোস্টিনাল অবসট্রাক্সন রোগ সনাক্ত হয়। তিনি অন্দ্রের চলাচল বন্ধ হওয়ায় প্রাথমিকভাবে চিকিৎসা নেন এবং পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তরিত হন। তার চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত বিভাগের দক্ষ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা বোর্ড গঠন করা হয়। 

উল্লেখ্য, সিরাজুল আলম খান-এর ২০০১ সালে বাইপাস সার্জারি এবং ২০১৭ সালে হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছিলো। বর্তমানে তিনি হৃদরোগ, ফাইরোবায়েলজিয়া, হাইপোথাইরইরিজম ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তার দ্বিতীয়বারও কোভিড-১৯ টেস্ট নেভেটিভ এসেছে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী তিনি পরবর্তী চিকিৎসা বাসা থেকে গ্রহণ করবেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর