৭ মার্চ, ২০২১ ২৩:২৭

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ : জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ : জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘কথা বলতে না দেয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে।’

রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বিডি-প্রতিদিন/শফিক/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর