ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর এজেড আবু আনাস আর নেই। মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে হৃদরোগজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর।
আবু আনাস জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সিনিয়র সদস্য ছিলেন। তিনি ব্যবসায় ও উন্নয়ন সাংবাদিকতায় বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছিলেন।
এদিকে, শওকতের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন