সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ব্যারিস্টার মওদুদ হোসেন ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। সেই সঙ্গে বাংলাদেশের একজন প্রবীণ আইনজ্ঞ ছিলেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো। আর বিচারালয় হারাল একজন বিজ্ঞ আইনজীবীকে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত