ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে উপজেলা পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে।
বুধবার সকালেই এমপি বেনজীর আহমদ ও পৌরসভার মেয়র গোলাম কবির ধামরাই সদর হাসপাতালে কেক কাটেন এবং মেয়র বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে হাসপাতালে ২০টি ফ্যান দেন।
পরে তারা পৌরসভায় কেক কাটেন। এসময় পৌরসভায় শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে দিনভর চলবে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের বর্ণাঢ্য আয়োজন।
এসব অনুষ্ঠানে এমপি বেনজীর আহমদ, পৌরসভার মেয়র গোলাম কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেসসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই