খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। বুধবার সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসন, জেলা পরিষদসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে খুলনা নৌঅঞ্চলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নৌবাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারি ও নাবিকগণ অংশগ্রহণ করেন। খুলনা প্রেস ক্লাবে দিবসটি উপলক্ষে ১০১ পাউন্ডের কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাংবাদিক নেতা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, মো. শাহআলম, মোজাম্মেল হক হাওলাদার।
এদিকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় খুলনায় ১৯ হাজার ২০০ বার কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জুম ওয়েবিনারের মাধ্যমে বুধবার বিকাল ৫টায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে একই সাথে মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিসহ ৫ লক্ষাধিক মানুষ শরীক হবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ