উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরাবাসী বলেন ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। আমি শুনেছি, অনেক মানুষ মশায় কামড়ানো নিয়ে সমালোচনায় এসব বলেন।
বুধবার বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারা পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আতিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা তা সমাধান করেছি। তার অনেক প্রমাণ আছে। তবে আমি আলোচনা শুনেছি। নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। সুতরাং, আমরা কীভাবে এই সমস্যা সমাধান করতে পারি।
আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই মশা আছে। মশা নিয়ন্ত্রণে তারা অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসুন মশা নিয়ন্ত্রণে খোলামেলা আলোচনা করি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন