২২ জুন, ২০২১ ২১:০৮

‌‘দয়া করে আইন মেনে চলুন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‌‘দয়া করে আইন মেনে চলুন’

নারায়ণগঞ্জ শহরের প্রায় দুটি মার্কেটের দোকান ও দূরপাল্লার বাস কাউন্টার বন্ধ করে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। লকডাউনের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃৃষ্টির মধ্যে শহরের চাষাঢ়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। ওই সময় তিনি মাইকে আহ্বান জানিয়ে ঘোষনা দেন, 'নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন। দয়া করে আইন মেনে চলুন।'

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, নিয়ম না মেনে শহরের চাষাঢ়া এলাকায় বেশ কয়েকটি মার্কেটে বিচ্ছিন্নভাবে শপিং মলে দোকান খুলে বসেছিল বেশ কয়েক দোকানী। এছাড়া শহরের উকিলপাড়ায় এলাকায় দূরপাল্লার বাস কাউন্টার খোলা ছিল। তাৎক্ষণিকভাবে তাদের দোকান কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভবিষৎতে আইন ভঙ্গ করলে জেল জরিমানা করা হবে বলে এই মর্মে সতক করে দেয়া হয়েছে। 

তিনি আরো জানান, এই বৃষ্টিতেও আমাদের মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই সকলের উচিত দায়িত্বকে সহজ করার জন্য নিজেদের আইনকে মেনে চলা। নাইলে একজনকে দেখে আরেকজনও আইন ভাঙবে। দয়া করে সবাই আইন মেনে চলুন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর