২৩ জুন, ২০২১ ১৭:২১

বরিশালে ডিপিএড শিক্ষকদের বকেয়া ভাতার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডিপিএড শিক্ষকদের বকেয়া ভাতার দাবিতে মানববন্ধন

ডিপিএড ২০২০-২১ইং শিক্ষা বর্ষের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে পিটিআই শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জের মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইরানী খানম, গোলাম কিবরিয়া ও আসাদুজ্জামান সহ অন্যান্যরা।

প্রশিক্ষণার্থী শিক্ষকরা বক্তব্যে বলেন, ২০২০ জুলাই থেকে ২০২১ পর্যন্ত এক বছরে প্রশিক্ষণার্থীদের বকেয়া ৩৬ হাজার টাকা এখনও পর্যন্ত দেয়া হয়নি। দেশের ৬৭টি পিটিআই’র প্রায় ২১ হাজার প্রশিক্ষণার্থী শিক্ষকের ভাতা বকেয়া হয়েছে। 

গত অর্থ বছরে অর্থ বরাদ্দ থাকলেও মন্ত্রণালয় রহস্যজনকভাবে বকেয়া ভাতা দিতে অনীহা প্রকাশ করে। বক্তারা প্রশিক্ষণার্থী শিক্ষকদের প্রতি অবিচার বন্ধ করে প্রাপ্য বকেয়া ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর