রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে আল মামুন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, পূর্ব রামপুরার ওই বাসায় গিয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন