রাজশাহীতে উৎসবের আমেজে শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় আনন্দ উচ্ছ্বাস জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
সকাল থেকে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বরণ করে নিতে মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, থার্মোমিটার নিয়ে অপেক্ষায় ছিলেন শিক্ষকরা। তবে কোথাও কোথাও অভিভাকদের জটলা স্বাস্থ্যবিধি মানাতে ব্যাঘাত ঘটিয়েছে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, শহর বা গ্রামের স্কুল নয়, সব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনের কারণে অনেকে হয়তো সেটি বুঝে উঠতে পারেননি। এরপর থেকে সব ঠিক হয়ে যাবে। বিষয়টি মনিটরিংয়ে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ