২৪ অক্টোবর, ২০২১ ১৪:২১

আদি বুড়িগঙ্গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

অনলাইন ডেস্ক

আদি বুড়িগঙ্গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

আদি বুড়িগঙ্গা উদ্ধারে ফের উচ্ছেদ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। ফাইল ছবি

আদি বুড়িগঙ্গা উদ্ধারে ফের উচ্ছেদ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রবিবার সকালে কামরাঙ্গীরচরের কালুনগড় মৌজা এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এবং ঢাকা নদীবন্দর কর্মকর্তা গুলজার আহমেদ। আদি বুড়িগঙ্গা দখল করে থাকা বেশকিছু অবৈধ স্থাপনা দুপুর ১২টা পর্যন্ত উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে বেশকিছু বহুতল ভবনও আছে।

এর আগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালুনদী এবং শীতলক্ষ্যা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালান ঢাকা নদীবন্দর কর্মকর্তারা। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশে এক বছরেরও বেশি সময়ে বিআইডব্লিউটিএ-র এই উচ্ছেদ অভিযানে সাড়ে ৭ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর