২৯ নভেম্বর, ২০২১ ২৩:৪৭

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে কয়েকটি বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

অনলাইন প্রতিবেদক

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে কয়েকটি বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় কয়েকটি বাসে আগুন বিক্ষুব্ধ জনতার। ছবি : বাংলাদেশ প্রতিদিন।

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী মারা গেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। পাশাপাশি তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।   

সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মাঈনুদ্দিন একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। 

বাসচাপায় একজনের মৃত্যুর খবর রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মারুফ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে এগারটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচা বাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর