বাংলাদেশ যুবমৈত্রী বরিশাল জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে গতকাল শুক্রবার সকালে নগরীর ফকির বাড়ি রোডের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা যুবমৈত্রীর প্রয়াত নেতা গোলাম মোর্শেদ পনিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবমৈত্রীর সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, জেলা কমিটির সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন, তাপস দাস, কাজী মাহমুদুল হক সেনা, আলমগীর হোসেন মৃধা, আনোয়ার হোসেন হালিম, জাহিদ হোসেন খান ফারুক, জামাল গাজী, কুমার আকাশ, রফিকুল ইসলাম ও আ. মান্নান শিকদার প্রমুখ।
সভায় আগামী ২৮ জানুয়ারী জেলা যুবমৈত্রীর সম্মেলনের দিন ধার্য করা হয়। এছাড়াও বিভিন্ন উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল