রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আজ শনিবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ওই ভবনটির ছয় তলায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। তখন বাংলামোটর এলাকার পাশেই একটি টহল টিম ছিল। প্রথমে সেই ইউনিটটি ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায় ১০তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ভবনটিতে বিভিন্ন বেসরকারি অফিস আছে এবং ভবনটিতে আবাসিক বাসিন্দারা বসবাস করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ