রাজধানীর গুলশান থানাধীন কোকাকোলা মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কা খেয়ে বাসের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩৭)।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই ফারুক হোসেন। তিনি জানান, রাতে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের সামনে পড়ে যান শফিকুল। এতে বাসের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শফিকুল ইসলাম ব্যবসায়ী ছিলেন। তিনি রাজধানীর নর্দা এলাকার আব্দুস সামাদের সন্তান।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বাসটি জব্দের পর থানায় রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ