বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় সমুন (৩০) নামের এক যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।
জানা গেছে, উদ্ধারকৃত যুবক মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আব্দুল করিমের ছেলে। দুই সন্তানের জনক সুমন পেশায় একজন পশু ব্যবসায়ী। বর্তমানে পরিবার পরিজন নিয়ে জিনজিরা নামাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
পরিবার জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর রাতে ভাত খাওয়া অবস্থায় বাইরে থেকে কেউ একজন ডাক দিলে খাবার রেখেই সে চলে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ কাইয়ুম সরকার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক