ঢাকার ধামরাইয়ে অবৈধ ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙ্গা, জালসা ও কালামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজিব ও পরিদর্শক ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
ঢাকা বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাদি জমি, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং আবাদি জমির মাটি কাটার অনুমতি না থাকার অভিযোগে ২ থেকে ৬ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ১০টি ইটভাটার মধ্যে সাতটি ভাটা ভেকু মেশিন দিয়ে আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং অপর তিনটি ভাটাকে শুধু জরিমানা করা হয়। ধামরাইয়ের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই