নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী কাজে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় ইসিতে লিখিত অভিযোগ দিয়েছেন তৈমূরের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল।
অভিযোগে উল্লেখ করা হয়, চলমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সমর্থক ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাদের খুঁজছে এবং বাড়ির লোকজনকে নির্বাচনে অ্যাডভোকেট তৈমূরের পক্ষে কাজ না করতে হুমকি দিচ্ছে। ইতোমধ্যে ২৫ নম্বর ওয়ার্ডে তৈমূরের মাইকিংয়ের দায়িত্বপ্রাপ্ত আব্দুর রহিমকে রাতে বন্দর থানা পুলিশ গ্রেফতার করেছে। ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে রাতভর তল্লাশি করা হয়েছে, যা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থি। এ ধরনের তৎপরতা একটা উৎসবমুখর নির্বাচনকে বিষাদময় করে তুলছে।
এটিএম কামাল বলেন, আমরা লিখিতভাবে জানিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ও লেবেল প্লেয়িং পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে আমাদের সমর্থক ও নেতাকর্মীদের হয়রানি বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি জেলা পুলিশকে ফরোয়ার্ড করে ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        