নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কেউ যদি স্বপ্নে, চিন্তায় ও কল্পনায়ও অপকর্ম করবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে ওই দুঃস্বপ্ন দেখা ও কল্পনা করা ছেড়ে দিন। কোনো অন্যায়কারী নারায়ণগঞ্জে বাস করতে পারবে না। কথা ও কাজে মিল পাবেন।
রবিবার রাত সাড়ে ৮ টায় নির্বাচন ইস্যুতে আইনশৃঙ্খলার বিষয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে নিয়ে কোনো রকম অপকর্ম করলে অপর্কমকারীদের নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বিতাড়ন করা হবে। সিটি নির্বাচনে অপকর্ম রোধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। তিল পরিমান ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, আমাদের বিশেষ অভিযান চলছে। আমরা শুধু দেখব কে অপরাধী। সে কার লোক কোথায় কি, নাম সাইনবোর্ড কিছুই দেখা হবে না।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        