নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কয়েক দিন আগে ফতুল্লায় ইউনিয়ন পরিষদ ভোট হলো, কেউ টেরও পেল না। আমিও গেলাম না। তখন কোনো কথা উঠেনি। কিন্তু নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে কেন আমাকে বারবার সাবজেক্ট ম্যাটার করা হচ্ছে?’
আজ সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে এ প্রশ্ন রাখেন শামীম ওসমান। তিনি আরও বলেন, ‘দ্য থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। নানাভাবে আমাকে, আমার দল আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় বঙ্গবন্ধুর দলে ছিলাম, আছি, থাকবো।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে শেখ হাসিনার প্রার্থীকে পাশ করাতে হবে, পাশ করাবো ইনশাআল্লাহ। কে প্রার্থী হু কেয়ারস, কলাগাছ না আমগাছ সেটা বিষয় না। দেখবো আমার নৌকা। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না।’