রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা ও দীল বাহার।
মঙ্গলবার মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদককারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
আটকদের নামে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        