নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আমাদের জীবনটাই ঝামেলা। এই ঝামেলা মোকাবেলা করেই আমি নির্বাচন করবো। জনগণ আমাকে নিয়ে নির্বাচনে থাকবে। কারও পায়ে আমি হাঁটি নাকি? আমার গণভিত্তি আছে। নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্কুল কলেজ সামাজিক প্রতিষ্ঠান গড়ার আন্দোলনে সমসময় সম্পৃক্ত ছিলাম।
মঙ্গলবার দুপুরে বন্দরে নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি। পুলিশি হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) একটা অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেয়া হয়েছে। তাদের বাড়িতে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলে আসা হয়েছে। এরকম সব জায়গায় পুলিশ যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারা দুই জন (শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী) একই দলের। তাদের বক্তব্যে তাদের পারস্পরিক যে বিভাজন এটা অত্যন্ত পরিষ্কার। জনমনে এটার একটা ভাল প্রভাব পড়েছে এবং সেটা আমাদের পক্ষে যাবে।’
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        