আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে ব্যক্তি পর্যায়ে মান অভিমান থাকাটা অস্বাভাবিক নয়। তবে নৌকার জয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা অংশ হিসেবে ১, ৩ ও ৪নং ওয়ার্ডে নৌকা প্রতীকের গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি দীর্ঘ দিন এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে ছিলেন। তার হাত ধরে উন্নয়নের ছোঁয়া লেগেছে নারায়ণগঞ্জে।
তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নৌকার প্রার্থীর জনপ্রিয়তা বাড়ছে। পাড়া মহল্লায় শুধু নৌকার আর নৌকার জয়গান ও ভোটের উৎসব বিরাজ করছে। এ মুহূর্তে নারায়ণগঞ্জ বাসী নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নৌকার কর্মী সমর্থক ও ভোটারদের আগ্রহ দেখে নৌকা বিরোধীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে বলেও জানান তিনি। এর আগে বেলা ১১টায় নাসিকের ৩নং মাদানী নগর, মুক্তিনগর, রসুলবাগ, নিমাইকাসারী, বাগমারা, শিমরাইল, হীরাঝিল, নতুন মহল্লা, সিআইখোলা, বউবাজার ও আটি ওয়াবদা কলনী এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী হাসান রনি, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, ডিএসসিসি ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূঁইয়াসহ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর