নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে মুক্তিযোদ্ধাদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আইভীর সমর্থনে ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক, আইভীর ছবি ও মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া মোড় ঘুরে নারায়ণগঞ্জ টার্মিনাল বন্দর ঘাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
মিছিলের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা। সমাবেশ পরিচালনা করেন কমান্ডার মো. শাজাহান ভুঁইয়া জুলহাস।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর উপজেলা কমান্ডার আবদুল লতিফ, রূপগঞ্জ উপজেলা কমান্ডার আমান উল্লাহ, সোনারগাঁও উপজেলা কমান্ডার সোহেল রানা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন।
সমাবেশে সফিকুল বাহার মজুমদার টিপু মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণকে জননেত্রী শেখ হাসিনার সালাম জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। যাতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা যায়। কারণ শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলে আমাদের (মুক্তিযোদ্ধা) সম্মান-মর্যাদা দেওয়া হচ্ছে। অভিমান করে অন্য কাউকে সুযোগ দিবেন না।
বিডি প্রতিদিন/আবু জাফর