বসুন্ধরা এলপি গ্যাসের খুচরা বিক্রেতাদের নিয়ে খুলনার পাইকগাছা উপজেলায় বসুন্ধরা এলপি গ্যাস রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা এলপি গ্যাসের কপিলমুনি এরিয়ার এক্সক্লুসিভ পরিবেশক বাবুল এন্টারপ্রাইজের আয়োজনে স্থানীয় অমৃতময়ী মিলনায়তনে এ সম্মলনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম আতাউর রহমান এবং খুলনা বিভাগের ডিএসএম আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লব সাধু। সম্মেলনে ২০০ রিটেইলার অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়।
তৃণমূলের খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে সারাদেশে ২৪টি পরিবেশক এরিয়ায় এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন