খুলনায় অস্ত্র মামলায় মো. মামুন নামে এক যুবককে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি নগরীর নাজিরঘাট এলাকার ইউসুফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০১৫ সালের ২৬ অক্টোবর পুলিশ নগরীর শেরে এ বাংলা রোড এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি এলজি বন্দুক ও দু’টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক দেবাশীষ রায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। একই বছরের ৩০ নভেম্বর পুলিশের উপ-পরিদর্শক অরুণ কুমার দাস মামুনকে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষ্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর