বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ মাহফুজ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পৌর শহরের ১নং ওয়ার্ডের ডাকুয়া বাড়ি মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ ১নং ওয়ার্ডের দক্ষিণ রূনসী গ্রামের শেখ খলিলুর রহমান লোটাসের ছোট ছেলে এবং বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের ডাকুয়া বাড়ি মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমানা পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় মাহফুজ। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর