রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মুসা, সোহাগ ও মেহেদী হাসান। এসময় তাদের কাছে থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকালে শাহআলী থানার চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজার নাছির জেনারেল স্টোরের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মুসা, সোহাগ ও মেহেদীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম