রংপুরে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি), বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র যৌথ আয়োজনে চরে বসবাসকারী কৃষক ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এসকেএস বাজার, গঙ্গাচড়া রংপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (সচিব) মো. মশিউর রহমান এনডিসি। আরও বক্তব্য রাখেন সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. মজিবুল হাসান সেজান।
সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। কর্মশালায় সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার এমফোরসি-২-এর প্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক ড. মো. অব্দুল মজিদ প্রামানিক।
সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার, গঙ্গাচড়া কৃষি কর্মকর্তা, এমফোরসি টিম লিডার, গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা, প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ কোম্পানির প্রতিনিধিরা, ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং চরাঞ্চলের কৃষক ও উদ্যোক্তারা।
বিডি প্রতিদিন/এমআই