গাজীপুরের টঙ্গীতে অ্যাড. আব্দুর সাত্তারের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর জব্বার খান ও সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল