রাজধানীর কামরাঙ্গীরচর থানার চান মসজিদ গলিতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহতের নাম মো. শামীম।
নিহতের রুমমেট সবুজ মিয়া সংবাদমাধ্যমকে জানান, কামরাঙ্গীরচরে একটি কাপড়ের দোকানে দর্জি হিসেবে কাজ করতেন শামীম। গতকাল রাতে নিজ রুমের ভেতরে দরজা লাগিয়ে রাখেন তিনি। পরে আমরা অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খুলেননি। দরজা না খোলায় আমরা কামরাঙ্গীরচর থানা পুলিশকে খবর দেই। তারা এসে দরজা ভেঙে দেখেন, তার গলায় রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।
সংবাদমাধ্যমকে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আল মামুন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় খবর পেয়ে কামরাঙ্গীরচর চাঁন মসজিদের ৬ নম্বর গলির ৩৩ নম্বর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আজ ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠাই।
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, এ বিষয়ে পরিবারের লোকজন ও রুমমেটরা কিছু বলতে পারেননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ