রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ চার মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। আটকরা হলেন- মো. রুবেল, মো. রাকিব, প্রাইভেটকারচালক মো. আনোয়ার হোসেন ও মো. রনি হোসেন।
গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল জানান, প্রাইভেটকারসহ কতিপয় মাদকবিক্রেতারা যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রুবেল, রাকিব, আনোয়ার ও রনিকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে তারা প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন