রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতাররা হলেন মো. মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, মো. তাজুল ইসলাম মামুন, মো. সবুজ ও মো. জীবন। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, শাহবাগ থানার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেটের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে কিছু লোক ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছেন মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিন্টু, মাসুদ, তাজুল, সবুজ ও জীবনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ