রাজধানী ঢাকায় বসবাসরত গরীব, অসহায়, নিম্ন-আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি ৬ এ মসজিদের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
ইফতার সামগ্রী বিতরণকালে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, ‘দেশটা আমাদের। এই দেশের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।’
বিডি প্রতিদিন/আবু জাফর