রাজধানীতে সুবিধাবঞ্চিত দুই শতাধিক পথশিশুর জন্য ইফতারের আয়োজন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন চত্বরে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। অতএব আমরা দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এসময় তিনি ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং যারা এসব সেবা মূলক কার্যক্রমের অর্থনৈতিক সহযোগিতা করতে আগ্রহী তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
এই ইফতার আয়োজনে আরও অংশগ্রহণ করেন মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন সেক্রেটারি ডাক্তার মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শাহাদাত হোসাইন প্রধানিয়া, ছাত্রনেতা আহসান ফয়েজী, ইউসুফ পিয়াস, জসিম উদ্দিনসহসহ নগর ও পল্টন থানা নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক