রাজধানীর মিরপুর এলাকা থেকে গাঁজাসহ মো. মাসুদ নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৯ এপ্রিল) দিনগত রাতে মিরপুরের ৬ নম্বর সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ ওই এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। অভিযানে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ