বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাশাইল সড়কের আলতাফের স’ মিল সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সরদার (১৯) পাশের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের শাহীন সরদারের ছেলে।
আহতরা হলেন-আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের তালেব সরদার ও চয়ন হাওলাদার। তারা সবাই এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই