রাজধানীর হাজারীবাগ থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় তাদের লাশ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, একটি ঘর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একজন নারী ও একজন শিশু। আরও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত