নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্যাহ আমান। রবিবার সন্ধ্যার দিকে তিনি দলীয় কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
গত বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শনিবার দুপুরে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শেষে রবিবার সকালের নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে পুলিশের অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয় পরিদর্শন শেষে দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ‘পুলিশের অভিযান চালানোর ঘটনায় আমরা সরকারকে দায় দেবো। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ঢুকতে কোনো বাধা নেই বলে জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        